Sunday, March 22, 2015

দর্শনীয় স্থান


নাম কিভাবে যাওয়া যায় অবস্থান
লাউয়াছড়া জাতীয় উদ্যান ঢাকা থেকে এ উপজেলায় যাতায়াতের জন্য সড়ক ও রেল পথ দিয়ে সহজে যাতায়াত করা য়ায় । সড়ক পথ হিসেবে ঢাকা থেকে সরাসরি উল্লেখ্যযোগ্য বাস সার্ভিস পার্শ্ববর্তী শ্রীমংগল উপজেলায় চালু আছে। শ্রীমংগল থেকে লোকাল সার্বিসে (বাস/সিএনজি) ১৬ কি:মি: পথ অতিক্রম করে পূর্বদিকে কমলগঞ্জ সদরে আসা যায় । অপরদিকে ঢাকা থেকে রেল পথে ভানুগাছ এবং শমসেরনগর রেলওয়ে ষ্ষ্টেশনে অবস্থান করতে হয় । উক্ত স্থান হতে স্থানীয় ভাবে সিএনজি/বাস যোগে দর্শনীয় স্থান সমুহে যাতায়াত করা যায় । প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তায় গাইডম্যান সহযোগে দর্শনীয় স্থানে যাতায়াত করা যায় । দর্শনার্থীদের জন্য সংরক্ষিত আছে । কমলগঞ্জ উপজেলা
নবাব বাড়ী কুলাউড়া উপজেলা হতে ১০কিমি দুরে পৃথিমপাশায় ইউনিয়নে নবাব বাড়ী অবস্থিত। পৃথিমপাশা
মৌলভীবাজার জেলার পর্যটন আকর্ষণীয় স্থান ও ইহার বৈশিষ্ট্য সম্বলিত সচিত্র প্রতিবেদন ঢাকা থেকে বাস, ট্রেন যোগে মৌলভীবাজার জেলায় আসা যায়। মৌলভীবাজার সদর, কুলাউড়া, বড়লেখা, শ্রীমঙ্গল, কমলগঞ্জ।

No comments:

Post a Comment